উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬৩ জনকে নোটিশ বিএনপির, শিগগির সাংগঠনিক ব্যবস্থা
প্রথম আলো
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৭
উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ায় এখন পর্যন্ত দলের ৬৩ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর জবাব আসাও শুরু হয়েছে। তবে দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, নোটিশের জবাব যা–ই আসুক, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, প্রথম দফার উপজেলা নির্বাচনে যে ৬৩ নেতাকে নোটিশ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ২৩ জন চেয়ারম্যান পদে, ২১ জন ভাইস চেয়ারম্যান ও ১৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। গত মঙ্গলবার রাতে তাঁদের নোটিশ পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সাতজন নোটিশের জবাব দিয়েছেন বলে জানা যায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে