তিন কোটি টাকা পারিশ্রমিক, থাকেন গ্রামের বাড়িতে, যাতায়াত লোকাল ট্রেনে
প্রথম আলো
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ২০:৫২
২০১৪ সালের ঘটনা। অরজিৎ সিংয়ের উঠতি ক্যারিয়ার। অনুষ্ঠান চলছে। সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে বেশ কিছুটা দেরি করেন অরিজিৎ। কারণ, দর্শক আসনে বসে তিনি নাকি ঘুমিয়ে পড়েছিলেন! পরে জানা যায়, সারা রাত জেগে গানের স্টুডিওতে কাজের পর ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছেছিলেন অরিজিৎ। সহজ, সরল, সাদাসিধে অরিজিতের পরনে ছিল ক্যাজুয়াল শার্ট, পায়ে হাওয়াই স্যান্ডেল।
ঘুমচোখে মঞ্চে ওঠার পর সালমান খান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, ‘ঘুমিয়ে গিয়েছিলে?’ জবাবে অরিজিৎ সহজভাবে মজা করে বলে বসেন, ‘কী করব? আপনারা ঘুম পাড়িয়ে দিলেন যে!’ তবে সালমানের মনে হয়েছিল, অরিজিৎ তাঁর সঞ্চালনা নিয়ে বাঁকা জবাব দিয়েছেন। আর তাতেই অসম্মানিত বোধ করেছিলেন তিনি। সালমান পাল্টা বলেন, ‘এ রকম গান গাইলে লোকে ঘুমিয়েই যাবে’। এ ঘটনার পরই সালমান আর অরিজিতের মধ্যে দূরত্ব তৈরি হয়এক্স
- ট্যাগ:
- বিনোদন
- পারিশ্রমিক
- লোকাল ট্রেন
- গ্রামে