মুশতাকের কাছে কী শিখতে চান মিরাজ-তাইজুলরা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ১২:২৬

দুদিন আগে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে পা রাখতেই স্পিনারদের মধ্যে মুশতাক আহমেদের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছে তাইজুল ইসলামের। নতুন স্পিন বোলিং কোচের সঙ্গে কী কথা হলো অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের? 


মুশতাকের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে গতকাল আজকের পত্রিকাকে তাইজুল বললেন, ‘প্রথম দিন একটু হাই-হ্যালো হয়েছে। এখনো তো কাজ শুরু করেনি। প্রথম দিনে ওনার সঙ্গে এমনি কথা বলেছি, বোলিং বিষয়ে নয়। তবে যতটুকু কথা হয়েছে, তাঁকে অনেক ভালো মানুষ মনে হয়েছে।’


বাংলাদেশ দলের কোচিং স্টাফে অনেক কিংবদন্তিতুল্য স্পিনারই কাজ করে গেছেন। গত ১০ বছরে যে ৫ জন বিদেশি স্পিন বোলিং কোচ কাজ করেছেন, তাঁদের মধ্যে ৪ জনই ছিলেন সাবেক বাঁহাতি ফিঙ্গার স্পিনার। গত দুই যুগে বাংলাদেশ দলে মুশতাকই প্রথম স্পিন বোলিং কোচ, যিনি একজন সাবেক রিস্ট স্পিনার। জাতীয় দলে খেলা সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল, নাসুম আহমেদ, তানভীর ইসলামরা অবশ্য সবাই ফিঙ্গার স্পিনার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও