স্বজনদের কারণে ভুগতে হবে মন্ত্রী-এমপিদের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ২০:৫৬

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপির সন্তান, আত্মীয়-স্বজনদের অংশ না নিতে নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে, কেন্দ্রের এমন নির্দেশনা অনেকেই পাত্তা দিচ্ছেন না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হলেও হাতেগোনা কয়েকজন ছাড়া সাড়া দেননি অনেকে।


কেন্দ্রের কঠোর বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও মাঠে আছেন তারা। যারা কেন্দ্রের নির্দেশ অমান্য করবেন তাদের বিষয়ে আগামী ৩০ এপ্রিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। প্রয়োজনে এমপি কিংবা মন্ত্রীদের দলীয় পদ থেকে অব্যাহতি দিতে শোকজ করবে আওয়ামী লীগ। এছাড়া প্রথম ধাপে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন তাদের বিষয়েও দলের হাইকমান্ড থেকে খোঁজ-খবর নেওয়া হবে। আওয়ামী লীগের একাধিক নির্ভরযোগ্য সূত্র ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও