এআই প্রযুক্তির পরিধেয় এই পেনডেন্টে যা আছে
প্রথম আলো
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ২০:১৮
পরিধেয় নতুন যন্ত্র এনেছে যুক্তরাষ্ট্রের কলোরাডোভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান লিমিটলেস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার রয়েছে এতে। ১৫ এপ্রিল এই পরিধেয় এআই পেনডেন্ট আনে লিমিটলেস। এআই প্রযুক্তির পরিধেয় যন্ত্রটি ধাতব মুদ্রা বা কয়েন আকৃতির। এটি টি–শার্ট বা যে কোনো পোশাকে আটকে রাখা যায়।
পরিধেয় যন্ত্রটির সাহায্যে যেকোনো সভা কিংবা আলোচনার নোট কিংবা সারাংশ লিখে নেওয়া যাবে। যন্ত্রটির একটি ওয়েব অ্যাপ রয়েছে। এই অ্যাপেই কোনো সভার বক্তব্যের তাৎক্ষণিক নেওয়া নোট, সারাংশ জমা থাকে। লিমিটলেস বলছে, এ যন্ত্রে টানা ১০০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সভার বক্তব্য ধারণের জন্য এই যন্ত্রে কয়েকটি মাইক্রোফোনও রয়েছে। এসব মাইক্রোফোন ব্যবহার করে খুব ভিড়ের মধ্যেও কথা ধারণ করা যায়। ব্লুটুথ ও ওয়াই–ফাই নেটওয়ার্কে যন্ত্রটি কাজ করে।