![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-04%2F2f3b0fbc-9b80-4ea3-90f6-ad31636de762%2Fgenerativeai_pixabay_240424.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
অফিস কর্মীদের দুই-তৃতীয়াংশই এআই টুল ব্যবহার করছেন: গবেষণা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ২০:১৬
অফিসের দুই-তৃতীয়াংশ কর্মীই এরইমধ্যে জেনারেটিভ এআই টুল ব্যবহার করছেন বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়িক স্কুল ‘ইনসেড’-এর মাধ্যমে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, বেশিরভাগ অফিসের কর্মীই তাদের ব্যক্তিগত ও পেশাদার উভয় জীবনেই জেনারেটিভ এআই টুল ব্যবহার করছেন৷
এআইয়ের ফলে মানুষ চাকরি হারাতে পারে এমন আশঙ্কা থাকা সত্ত্বেও এ সমীক্ষায় দেখা গেছে, ব্যবসায়িক কোম্পানির জ্যেষ্ঠ নির্বাহী থেকে শুরু করে কোম্পানির বিভিন্ন স্তরের কর্মীরা এ প্রযুক্তির সম্ভাবনা সম্পর্কে অনেক বেশি আশাবাদী।