শিশুর ঘরে এসির তাপমাত্রা কেমন হওয়া উচিত

প্রথম আলো প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ২০:০৯

বাইরে এখন তীব্র গরম। মাঝেমধ্যে কালবৈশাখীর হাওয়া বইলেও পরে আবার যে কে সেই দশা। স্বস্তির খোঁজে অনেকেই তাই শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) সাহায্য নিচ্ছেন। নতুনভাবে যন্ত্রটি কিনছেনও কেউ কেউ। কিন্তু যেসব বাসায় নবজাতক আছে, সেখানে এসির তাপমাত্রার ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাপমাত্রার প্রতি নবজাতকেরা বেশি সংবেদনশীল হয়ে থাকে। শীতল হাওয়ায় তাদের অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। তাহলে কি বাড়িতে নবজাতক থাকলে আর সবাইকে গরম সইতে হবে?


জেনে রাখুন সহনীয় তাপমাত্রা


ঘরের তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে নবজাতকের জন্য তা সহনীয়। ঘরে এই তাপমাত্রা বজায় রেখে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করা যেতে পারে। ঘরের তাপমাত্রা এর নিচে নামিয়ে ফেললেই কিন্তু মুশকিল। তাতে নবজাতকের দেহ প্রয়োজনীয় তাপ হারাবে, শীতল হয়ে পড়বে দেহ। সর্দি-কাশি থেকে শুরু করে ঠান্ডাজনিত অন্যান্য মারাত্মক সমস্যারও সৃষ্টি হতে পারে। তাপমাত্রার বিষয়টা খেয়াল রাখলে আর সেই ভয় থাকে না, জানালেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. তোফাজ্জল হোসেন খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও