You have reached your daily news limit

Please log in to continue


সারা-শুভমানের মাঝে ‘উড়ে এসে জুড়ে’ বসেছেন কে এই বিদেশিনী?

শচীনকন্যা সারা টেন্ডুলকার ও ক্রিকেটার শুভমান গিলের প্রেমের জল্পনা বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। আচমকা নতুন গুঞ্জন, সারা-শুভমানের মাঝে ‘উড়ে এসে জুড়ে’ বসেছেন এক স্প্যানিশ সুন্দরী। তাকে দেখেই নাকি এখন চোখে হারাচ্ছেন ভারতীয় তারকা ব্যাটার। তাহলে কী সারার সঙ্গে শুভমানের সম্পর্ক নেই? অবশ্য তাদের মধ্যে মন দেওয়া নেওয়া নিয়ে কখনোই কেউ কিছু স্পষ্ট করে জানাননি। 

সারা টেন্ডুলকার নাকি সারা আলি খান, কাকে মন দিয়েছেন শুভমান? ভারতীয় গণমাধ্যমে এই জল্পনা বহুদিন ধরেই চলছিল। কিন্তু ‘কফি উইথ করণ’-এ করণ জোহরের সঙ্গে কথা বলতে গিয়ে সারা আলি খান বলে দেন, ‘পৃথিবী ভুল সারার পেছনেই পড়ে রয়েছে।’ এদিকে শচীনকন্যার সঙ্গেই শুভমানকে আম্বানিদের পার্টি থেকে বেরোতে দেখা যায়। এতেই দুইয়ে দুইয়ে চারের মতো প্রেমের অঙ্ক মেলাতে থাকেন ভক্ত-সমর্থকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন