বিজ্ঞানীদের নতুন উদ্ভাবিত ব্যাটারি চার্জ হয় ‘কয়েক সেকেন্ডেই’
সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক ব্যাটারি তৈরির দাবি করছেন, যা কয়েক সেকেন্ডেই চার্জ করতে পারে।
দক্ষিণ কোরিয়ার একটি গবেষণা দল পরবর্তী প্রজন্মের সোডিয়াম ব্যাটারি দিয়ে এ সাফল্য অর্জন করেছে, যা স্মার্টফোন ও বিদ্যুচ্চালিত গাড়িতে পাওয়া প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় সাশ্রয়ী ও নিরাপদ।
সোডিয়াম মূলত লিথিয়ামের তুলনায় ৫০০ গুণ বেশি কার্যকর হওয়ার পাশাপাশি এর লিথিয়াম-আয়ন অংশের অনেক বেশি চার্জ ও দক্ষতার সম্ভাবনাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইন্ডিপেনডেন্ট।
এ গবেষণার আগ পর্যন্ত সোডিয়াম-আয়নের বিভিন্ন ব্যাটারি তৈরিতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিজ্ঞানীরা, যেখানে চার্জিংয়ের সময় ও স্টোরেজ ক্ষমতার সীমাবদ্ধতাসহ নানা পরিসরে এ ব্যাটারিকে কাজে লাগানো যায়নি।
‘কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কেএআইএসটি’-এর গবেষকরা এমন একটি উচ্চ-শক্তি ও উচ্চ-শক্তির সোডিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করে এ ধরনের সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হন যেটি দ্রুত চার্জ করতে পারে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ব্যাটারি চার্জ
- নতুন উদ্ভাবন