আজ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস
আজ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। শব্দদূষণকে একটি নীরব ঘাতক হিসেবে চিহ্নিত করে ১৯৯৬ সাল থেকে প্রতিবছর এপ্রিল মাসের শেষ বুধবার দিবসটি প্রতিপালিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সেন্টার ফর হিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন নামক সংগঠনটি এ দিবস পালনের উদ্যোক্তা। শব্দদূষণ হ্রাসে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নানা ধরনের কর্মকাণ্ড নিলেও এর দায়িত্ব সমাজের প্রত্যেকটি মানুষের উপর বর্তায়। তাই শব্দ দূষণ প্রতিরোধে সবাইকেই এগিয়ে আসতে হবে।
বাংলাদেশের শব্দ দূষণ আইন বিধিমালা অনুযায়ী আবাসিক এলাকায় রাত নটা থেকে ভোর ছটা পর্যন্ত শব্দের মাত্রা ৪৫ ডেসিবেল এবং দিনের অন্য সময়ে ৫৫ ডেসিবেল অতিক্রম করতে পারবে না। বাণিজ্যিক এলাকায় তা যথাক্রমে ৬০ ও ৭০ ডেসিবেল। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতের আশপাশে ১০০ মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে ঘোষণা করা রয়েছে।