![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-04%252F543ddab1-d1fe-45e6-a5f1-62af081e3931%252FJamaica_recognises.jpg%3Frect%3D0%252C77%252C2634%252C1756%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে জ্যামাইকা
প্রথম আলো
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ১৫:৪৫
ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকার সরকার আজ বুধবার জানিয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিন ভূখণ্ডে ক্রমেই গভীর হতে থাকা মানবিক সংকট নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে জ্যামাইকা সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।