এমপিদের স্বজনেরা ভোটে থাকায় তৃণমূলে বিভেদ বাড়তে পারে
প্রথম আলো
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ১৫:৪৪
উপজেলা নির্বাচন ঘিরে মন্ত্রী-সংসদ সদস্য ও আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে একধরনের অস্থিরতা শুরু হয়েছে। কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েও মন্ত্রী-সংসদ সদস্যদের সামলাতে না পারায় হতাশ তৃণমূলের নেতারা। সিদ্ধান্ত অমান্য করে স্বজনদের প্রার্থিতা বহাল রাখায় কেন্দ্রীয় নেতারাও বিব্রত। দলীয় প্রতীকবিহীন ভোটে তৃণমূলের দ্বন্দ্ব-বিভেদ কমানোর চেয়ে বৃদ্ধির আশঙ্কা করছেন দলের নীতিনির্ধারকদের কেউ কেউ।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে, মন্ত্রী-সংসদ সদস্যদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে সাংগঠনিক সম্পাদকেরা ফোনে যোগাযোগ করার পর অধিকাংশই দলীয় সিদ্ধান্ত মানবেন বলে জানান। সবাই শেষ দিন প্রত্যাহারের আশ্বাস দেন। কিন্তু শেষ দিকে অনেকে ফোন ধরাই বন্ধ করে দেন। কোনো কোনো সংসদ সদস্য অজুহাত হিসেবে জানান, তাঁদের স্বজনেরা কথা শুনছেন না।