সিরাম ব্যবহারের আগে যা জানা জরুরি

প্রথম আলো প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ১৭:০২

উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য সিরাম দারুণ কার্যকর এক উপকরণ। কিন্তু সিরাম ব্যবহারের আগে অবশ্যই জেনে নিতে হবে, কোন সিরাম কোন ধরনের ত্বকের উপযোগী এবং কোন সিরামের কী কাজ। আপনি যদি এমন সিরাম বেছে নেন, যার অনেক গুণ, কিন্তু আদতে সেটি আপনার ত্বকের উপযোগীই নয়, তাতে হিতে বিপরীত হবে। আবার সঠিক সিরামও ভুল প্রয়োগবিধির কারণে ত্বকের ক্ষতির কারণ হতে পারে।


ধরা যাক, আপনি এমন একটি সিরাম বেছে নিলেন, যা ত্বকের মৃত কোষ দূর করে (এক্সফোলিয়েটিং সিরাম)। কিন্তু এদিকে আবার প্রতি সপ্তাহে ব্যবহার করছেন স্ক্রাব, রোজ মুখ ধোয়ার জন্য এক্সফোলিয়েটিং ক্লিনজার। এক্সফোলিয়েটিং টোনারও প্রয়োগ করছেন। তাহলে কিন্তু আপনার ত্বকের বারোটা বেজে যাবে! তাই কোন সিরাম বেছে নেবেন, কীভাবে প্রয়োগ করবেন, সঙ্গে অন্য কোন ধরনের উপকরণ ব্যবহার করবেন, আগেই সবটা ভেবে নিতে হবে। সিরাম ব্যবহার প্রসঙ্গে এমন নানান পরামর্শ দিলেন সৌন্দর্যচর্চাকেন্দ্র পারসোনার পরিচালক নুজহাত খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও