১৮ বছর পর ৬৫০ কিলোমিটার দূরে মিলল খেলনা হাঁস

প্রথম আলো প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ০৯:০৬

বিশ্ব রেকর্ড গড়তে ২০০৬ সালের জুনে ওয়ার্ল্ড ডাক রেস নামের একটি দাতব্য সংস্থা আয়ারল্যান্ডের ডাবলিন শহরের রিভার লিফি নদীতে রবারের তৈরি দেড় লাখ হলুদ রঙের হাঁস ছেড়েছিল। কিন্তু তাদের ওই রেকর্ডের চেষ্টা ব্যর্থ হয়। ওই রবারের হাঁসগুলোর মধ্যে একটি হাঁস ১৮ বছর পর খুঁজে পাওয়া গেছে ৬৫০ কিলোমিটার দূরে স্কটল্যান্ডের অর্কনি দ্বীপপুঞ্জের স্টর্নসে দ্বীপের কাছে। ওই হাঁসটি খুঁজে পেয়েছে ১৩ বছর বয়সী ফিলিপ মিলার নামের এক কিশোর।


মিলার একদিন তার পোষা কুকুরকে নিয়ে ওই দ্বীপে হাঁটছিল। সেখানে সে হাঁসটি কুড়িয়ে পায়। এটি ফিলিপ বাড়ি এনে তার মাকে দেখায়। তার মা ম্যারিওন হাঁসের গায়ে লেখাগুলো পড়ে বুঝতে পারেন এই হাঁসটির বয়স ১৮ বছর পেরিয়ে গেছে।


ম্যারিওন বলেন, ‘সম্প্রতি জোয়ারের মাত্রা বেড়ে গেছে। আমার ছেলে কুকুরকে নিয়ে উপকূলে হাঁটছিল। ওই সময় সে কিছু জিনিস কুড়িয়ে পায়। সেখানে সে রাবারের ওই হাঁসটিও পায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও