প্রস্তুতি নিচ্ছে ফ্লাই ঢাকা, বছর শেষে মেলতে চায় ডানা
অনাপত্তিপত্র পাওয়ার পর আকাশে ওড়ার প্রস্তুতি ধাপে ধাপে এগিয়ে নিতে শুরু করেছে দেশের উড়োজাহাজ খাতে নতুন নাম লেখাতে যাওয়া ’ফ্লাই ঢাকা এয়ারলাইন্স’; চলছে উড়োজাহাজ কেনার প্রক্রিয়া ঠিকঠাক করার কাজও।
মাস খানেক আগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি-অনাপত্তিপত্র) পাওয়ার পর নতুন কোম্পানিটি এখন অপেক্ষায় এয়ার অপারেটর সার্টিফিকেটের (এওসি)। এ সনদ পাওয়ার পরই অভ্যন্তরীণ রুটে ডানা মেলার অনুমোদন পায় কোনো এয়ারলাইন্স।
কাগজপত্রের এসব কার্যক্রম গুছিয়ে আনার পাশাপাশি উড়োজাহাজ সংগ্রহ থেকে অবকাঠামোগত অন্যান্য প্রস্তুতিও চলছে।
শুরুর দিকের ফ্লাইট চালাতে ফ্লাই ঢাকা পরিকল্পনা করছে ফ্রান্সভিত্তিক উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এটিআর এর এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ ব্যবহারের। এজন্য বিদেশে রয়েছে কোম্পানিটির একটি প্রতিনিধিদল। পাশাপাশি চলছে পাইলটদের প্রশিক্ষণ শুরুর কার্যক্রম এগিয়ে নেওয়ার পদক্ষেপও।