দেশে খেলাপি ঋণ বৃদ্ধিতে বিশ্বব্যাংকেরও ভূমিকা আছে: রেহমান সোবহান
প্রথম আলো
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪, ১৬:৪৫
কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণের যে পরিসংখ্যান দেয়, তা বিশ্বাসযোগ্য নয়। ঋণ পুনঃ তফসিলীকরণের জন্য খেলাপি ঋণের বড় একটি অংশ আনুষ্ঠানিক পরিসংখ্যানে স্থান পায় না। এই খেলাপি ঋণের বাড়বাড়ন্তের মধ্য দিয়ে দেশে বৈষম্য বাড়ছে।
‘ইজ বাংলাদেশ প্যারাডক্স সাসটেইনেবল’ বা ‘বাংলাদেশের উন্নয়নের আপাত স্ববিরোধ কি টেকসই’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে গতকাল অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান এসব কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে বইয়ের প্রকাশনা উপলক্ষে গতকাল এই অনুষ্ঠান আয়োজন করে সানেম। বইটি সম্পাদনা করেছেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, ফ্রাসোঁয়া বুরগিওনন ও উমর সালাম। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে এটি প্রকাশ হয়েছে।