গরম থেকে বাঁচতে যে পরামর্শ দিলেন চিফ হিট অফিসার
তীব্র তাপপ্রবাহে অতিরিক্ত তাপমাত্রাজনিত জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সবার সচেতন থাকার পাশাপাশি বেশ কিছু পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন।
রোববার (২১ এপ্রিল) ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চলমান তাপপ্রবাহে সবাইকে পরামর্শ দিয়ে চিফ হিট অফিসার বলেন, নিজের, পরিবারের এবং সমাজের সবার অংশগ্রহণের মাধ্যমে এই সচেতনতা বৃদ্ধি সম্ভব। খুব সাধারণ কিছু পন্থা অবলম্বন করে আমরা নিজেদের ঝুঁকিমুক্ত রাখতে পারি। যেমন, বেশি বেশি পানি পান করা, ঢিলেঢালা পোশাক পরিধান করা, যথাসম্ভব ছায়ার মধ্যে থাকার চেষ্টা করা এবং অসুস্থ বোধ করলে বিশ্রাম নেওয়া বা বেশি খারাপ বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া।
খাবার পানির সুব্যবস্থা ও ছায়াযুক্ত স্থান বাড়াতে সিটি কর্পোরেশন যথাসাধ্য চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ‘কুলিং স্পেস’র ব্যবস্থা করার জন্য যেন পথচারীরা বিশ্রাম নেওয়ার সুযোগ পায়, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। আমাদের অবশ্যই আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে এগিয়ে আসতে হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গরমে করণীয়
- তীব্র গরম
- বুশরা আফরিন