মশার উৎপাত: ডেঙ্গু মৌসুম ঘিরে খুলনায় উদ্বেগ

বিডি নিউজ ২৪ খুলনা মেট্রোপলিটন প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪, ১২:০৬

খুলনা নগরীতে দিনরাতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় অতিষ্ঠ জনজীবন। দিনেও মশারি বা কয়েল জ্বালিয়ে থাকতে হচ্ছে নগরবাসীকে। এতে চরম ভোগান্তির পাশাপাশি মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে ডেঙ্গুর মৌসুমকে ঘিরে নগরবাসীর মধ্য উদ্বেগ বাড়ছে। 


তাদের অভিযোগ, সিটি করপোরেশনের অধিকাংশ নালা-নর্দমা ও খাল নিয়মিত পরিষ্কার না করায় মশার প্রজননস্থলে পরিণত হয়েছে। 


এদিকে সিটি করপোরেশন বলছে, শীতকালে যখন বৃষ্টি থাকে না, তখন ডোবা-নর্দমার পানি ঘন হয়ে পানিতে জৈব উপাদান বেড়ে যায়। এ সময় প্রচুর কিউলেক্স মশার প্রজনন ঘটে; যে কারণে এ সময় মশা বেড়ে যায়। তবে বৃষ্টিপাত শুরু হলে মশার উপদ্রব কিছুটা কমবে। 


এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, “বর্তমানে মশার ঘনত্ব বেড়েছে নগরের সর্বত্র। দিনের বেলাও মশারি টানিয়ে বা কয়েল জ্বালিয়ে থাকতে হচ্ছে মানুষকে। ঘরোয়াভাবে মশা তাড়ানোর কোনো ফর্মুলাই কাজে আসছে না।” 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও