‘বাংলাদেশের ক্রীড়াঙ্গন মানেই বঙ্গবন্ধু স্টেডিয়াম’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১৯:০৭
এখানে জাতীয় দলের হয়ে কোনো আনুষ্ঠানিক ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। এমনকি বাংলাদেশ জাতীয় যুব অনূর্ধ্ব-১৯ দলের পক্ষেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোনো খেলায় অংশ নেওয়া হয়নি। তবে তিনি এমন এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, যা তাকে স্মরণীয় করে রেখেছে। এবং শাহরিয়ার নাফীসের ক্যারিয়ার প্রতিষ্ঠায় রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। পাশাপাশি পরিচিতিটাও অনেক বাড়িয়ে দিয়েছিল।
ভাবছেন, কী এমন ম্যাচ যেটা খেলে শাহরিয়ার নাফীস বেশি পরিচিতি পেয়েছিলেন? খেলাটি ছিল আসলে ওয়ার্ম আপ ম্যাচ। ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা হয়নি শাহরিয়ার নাফীসের। আসর শুরুর আগে অন্যতম ফেবারিট ভারতের যুব দলের সাথে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচে ঢাকা মেট্রোর হয়ে খেলতে নেমে সেঞ্চুরি করে বসেন শাহরিয়ার নাফীস।