শিল্পী সমিতির নির্বাচনে মাত্র ১ ভোট পেলেন যে প্রার্থী
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১৫:৩৫
ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে ভোটাধিকার হারিয়েছিলেন অভিনেতা শ্রাবণ শাহ। এ ঘটনায় বেশ আলোচনার সৃষ্টি হলে ভোটাধিকার ফিরে পান তিনি। শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেয়েই ঘোষণা দেন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে লড়বেন তিনি।
যেখানে এই অভিনেতার বিপরীতে ছিলেন দুই হেভিওয়েট প্রার্থী মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তার। তাদের বিরুদ্ধে শ্রাবণের লড়াইটা বেশ কঠিন হবে, এমনটা অনুমেয় থাকলেও ভোটের মাঠে রীতিমতো লজ্জায় ডুবলেন তিনি।