You have reached your daily news limit

Please log in to continue


ইসফাহানে হামলা নিয়ে নিশ্চুপ ইরান-ইসরায়েল

ইরানের ইসফাহান শহরে ইসরায়েলি বাহিনীর হামলা নিয়ে ইরান এবং ইসরায়েল— উভয়ই নিশ্চুপ থাাকর নীতি নিয়েছে। দুই দেশের মন্ত্রী, সরকারি এবং সেনা কর্মকর্তারা এ ইস্যুতে বক্তব্য-বিবৃতি দেওয়া থেকে বিরত থাকছেন, এমনকি সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা এ ইস্যুতে কোনো কথা বলছেন না।শুক্রবার সারাদিন ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে ইসফাহানে হামলা সংক্রান্ত যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলোর প্রায় সবই প্রকাশিত হয়েছে সূত্রের বরাত দিয়ে, নয়তো মার্কিন বা পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদের অনুবাদ কপি হিসেবে।

অন্যদিকে হামলার পর প্রথম কয়েক ঘণ্টা ইরানের সংবাদমাধ্যমগুলোতে এই হামলার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এর গুরুত্ব কমেছে। অনেক সংবাদমাধ্যমেই এ সংক্রান্ত নতুন কোনো সংবাদ নেই। এমনকি সরকার নিয়ন্ত্রিত কিছু সংবাদমাধ্যম এমন দাবিও করেছে যে ইরানে বিদেশি কোনো রাষ্ট্র হামলা চালায় নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন