তীব্র গরমে অস্থির হয়ে পড়েছে জনজীবন। গরমে চুল বেঁধেই রাখা হয় বেশিরভাগ সময়। কিন্তু তাতেও রয়েছে বিপত্তি। বেঁধে রাখা চুলের ভেতরে ঘাম জমে মাথার ত্বকে ফুসকুড়ি দেখা দেওয়া কিংবা চুল পড়ে যাওয়ার মতো বিড়ম্বনা পোহাতে হচ্ছে।
এই গরমে চুলের যত্নে কী করবেন আর কী করবেন না জেনে নিনচুল এ সময় নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। একদিন পরপর শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু শেষে কন্ডিশনারও ব্যবহার করবেন অবশ্যই। ভেজা চুল বেঁধে রাখবেন না। ঘামে ভিজে গেলে খুলে শুকিয়ে নিন।