![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-04%252Fe0d7a416-2cdf-467c-afb2-2c75ad06beb4%252Fb21cda0a_c12b_42ea_8d56_2909990c83c0.jpg%3Frect%3D0%252C0%252C1599%252C1066%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
৫ উইকেট নিয়েও ‘পেট ভরেনি’ নাসুমের
প্রথম আলো
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪, ১৬:২৭
রান কম দিচ্ছিলেন। উইকেটও পাচ্ছিলেন। কিন্তু সম্প্রতি একাই ম্যাচ জিতিয়ে দেওয়ার মতো স্পেল দেখা যাচ্ছিল না। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নাসুম আহমেদ মাত্র ২২ রানে ৫ উইকেট নিয়ে তা করে দেখালেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এ বাঁহাতি স্পিনারের ক্যারিয়ার-সেরা বোলিংয়ের দিনে মোহামেডান জিতেছে ৫ উইকেটে।
প্রিমিয়ার লিগের এ মৌসুমের শীর্ষ দশ উইকেটশিকারির তালিকাতেও ঢুকে পড়েছেন নাসুম। ১১ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন আছেন সাতে। তবে নাসুমের উইকেট শিকারের ক্ষুধা এখনো যায়নি। লিগ পর্বের পর সুপার লিগের আরও ৫টি ম্যাচ আছে। দলের জয়ে অবদান রেখেই উইকেটশিকারিদের তালিকার শীর্ষে উঠতে চান নাসুম।
- ট্যাগ:
- খেলা
- পেট
- পাঁচ উইকেট
- নাসুম আহমেদ