![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252F87c724e9-1076-4940-a2c1-5192a42fe750%252Fwater_shortages_in_Iran.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
তেহরানের প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু
ইরানের রাজধানী তেহরানের প্রধান দুটি বিমানবন্দরে আজ শুক্রবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সরকারি বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
ইস্পাহান শহরে বিমানবন্দরের কাছে বিস্ফোরণের পর ইরানের ইস্পাহান শহরসহ কয়েকটি শহরের ওপর দিয়ে উড়োজাহাজ চলাচল স্থগিত করে দেশটির কর্তৃপক্ষ।
সে সময় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘ইস্পাহান, সিরাজ ও তেহরান শহরের ওপর দিয়ে ফ্লাইট চলাচল স্থগিত করা হলো।’
পরে অবশ্য রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তেহরানের প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিমানবন্দর
- চলাচল শুরু