নওয়াপাড়া নদীবন্দর: ভাটা মানেই জাহাজের বিপদ
নাব্যতা-সংকট, সরু চ্যানেল, পর্যাপ্ত নিরাপদ জেটি না থাকা—এ তিন কারণে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ও ব্যস্ত যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নদীবন্দর। ভাটার সময় নদীর পানি কমে গেলে জাহাজের তলা মাটিতে মিশে যায়। ফলে অনেক সময় জাহাজ কাত হয়ে পড়ে, ফাটল ধরে তলায়, ঘটে জাহাজডুবির ঘটনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত এক দশকে ভৈরব নদে অর্ধশতাধিক জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি না হলেও ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা।
সর্বশেষ ১৩ এপ্রিল সন্ধ্যায় নওয়াপাড়া নোনা ঘাট এলাকায় ভৈরব নদের ঘাটে এমভি সাকিব বিভা-২ নামে একটি জাহাজডুবির ঘটনা ঘটে। এতে ১ কোটি ১০ লাখ টাকার কয়লা ছিল। জানা গেছে, মোংলা বন্দরের হাড়বাড়িয়া থেকে ৬৮৫ টন কয়লা নিয়ে জাহাজটি এসেছিল। নোঙরের জন্য ঘোরানোর সময় মাটির সঙ্গে ধাক্কা লেগে তলদেশ ফেটে এ দুর্ঘটনা ঘটে।