দাম্পত্য জীবনে সুখ আনে পারস্পরিক শ্রদ্ধাবোধ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ১৯:৫৬

বিষয়টাকে দুটো ভাগে ভাগ করব। একটি হচ্ছে– পারস্পরিক সম্পর্ক। আর এর পরেরটি মানসিক জটিলতা। প্রতিটা সম্পর্কের মতোই দাম্পত্য সম্পর্কে শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন। ধরুন, স্বামী মনে করছেন– স্ত্রী আবার কী বোঝে? তিনি নিজে যা বলবেন সেটাই সঠিক। আবার অনেক সময় এর উল্টোটাও ঘটে। তবে এই যদি আপনার ধারণা হয়, তবে বলব তা বদলানোর সময় কিন্তু এসেছে।


যেকোনো সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধাবোধ তখনই তৈরি হবে যখন আমরা ২টো কাজ করি। প্রথমত, সিধান্ত নেয়ার বেলায় অপর পক্ষকে অংশীদার করা। এখানে অপর পক্ষকে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। অর্থাৎ যার ব্যাপারে সিধান্ত নেওয়া হচ্ছে, তার মতামতকেও সিদ্ধান্ত নেবার আগে বিশ্লেষণে আনতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও