টেলিগ্রাম অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি, এক বছরের মধ্যে ১০০ কোটি ছাড়াবে

প্রথম আলো প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ১৬:৪১

নিরাপদে বার্তা আদান-প্রদানের পাশাপাশি একে অপরের সঙ্গে স্বচ্ছন্দে যোগাযোগের সুযোগ থাকায় দ্রুত ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে টেলিগ্রাম অ্যাপের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল ডুরভ জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে এক বিলিয়ন বা ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক ছাড়িয়ে যাবে টেলিগ্রাম অ্যাপ।


সাক্ষাৎকারে পাভেল ডুরভ আরও বলেন, ‘টেলিগ্রাম অ্যাপ ব্যবহারকারীদের সহজে বার্তা, ফোনকল ও অন্যান্য ফাইল আদান-প্রদানে সহায়তা করে। আর তাই খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে অ্যাপটি। বর্তমানে অ্যাপটিতে ৯০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। প্রযুক্তির ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে চায় টেলিগ্রাম। আমরা কোনো ধরনের ভূরাজনীতির অংশ হতে আগ্রহী নই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও