ভারতে নির্বাচন, বাংলাদেশের ভাবনার কিছুই কি নেই

প্রথম আলো কামাল আহমেদ প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ১৩:৫৭

আপনি এই লেখা যখন পড়ছেন, তার মাত্র ২৪ ঘণ্টা পরই সংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হবে। রাজনৈতিক পণ্ডিতদের অধিকাংশই ধরে নিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে নির্বাচিত হতে চলেছেন।


অবশ্য নির্বাচনের আগে বিরোধী দলগুলোর বিরুদ্ধে যে ধরনের ধরপাকড় হয়েছে, তাতে অনেকে ভাবছেন, প্রধানমন্ত্রী মোদির বিজেপি ভেতরে-ভেতরে হয়তো বিজয়ের ব্যাপারে আস্থা পাচ্ছে না এবং সে কারণেই বিরোধীদের কোণঠাসা করার সব রকম চেষ্টাই চলছে। না হলে খোদ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার, প্রধান বিরোধী দল কংগ্রেসের আয়ের ওপর বকেয়া কর দাবি করে ব্যাংক হিসাব জব্দের মতো ঘটনার কোনো জুতসই ব্যাখ্যা তাঁরা খুঁজে পাচ্ছেন না। 


এত সব নাটকীয়তা আমাদের প্রতিবেশীর ঘরে ঘটছে, কিন্তু আমাদের দেশে তেমন কোনো আলোচনা-বিশ্লেষণ নজরে পড়ে না। আমাদের নির্বাচনের আগে ভারতীয় সাংবাদিক ও বিশ্লেষকদের (সাবেক কূটনীতিক) পদচারণ ঢাকায় কতটা অনুভূত হয়েছে, তা নিশ্চয়ই এখনো স্মৃতিতে ফিকে হয়ে যায়নি। দিল্লিতে ভারত সরকারের মুখপাত্রকেও বিভিন্ন সময় নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও