অভিনেতা থেকে যেভাবে নির্মাতা হলেন মাজিদ মাজিদি

প্রথম আলো প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪, ২২:৪২

ইরানের চলচ্চিত্র ইতিহাসে ১৯৯৯ সালটা গুরুত্বপূর্ণ। সে বছর দেশটির সিনেমা অস্কারে মনোনয়ন পায়। তার আগে সিনেমাটি নিয়ে তুমুল আলোচনা হয়। সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসব থেকে এশিয়ান ফিচার ফিল্ম শাখায় পুরস্কার জয় করে। মস্কো থেকে পায় পুরস্কার। সেই সিনেমার নাম ‘চিলড্রেন অব হেভেন’। সিনেমাটি দিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় আসে ইরানি নয়া বাস্তবতার গল্প। এসব সিনেমা দিয়ে ইরানের সমাজকে যিনি ভিন্নভাবে দর্শকদের কাছে তুলে ধরেছেন, সেই পরিচালক মাজিদ মাজিদির আজ জন্মদিন। ১৯৫৯ সালে তাঁর জন্ম।


ইরান ছাড়িয়ে সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে পরিচিত নাম পরিচালক মাজিদ মাজিদি। যাঁর মিডিয়া অঙ্গনে পথচলা শুরু হয়েছিল অভিনয় দিয়ে। তেহরানের মধ্যবিত্ত সমাজে বেড়ে ওঠা মাজিদি স্কুলে পড়াশোনা অবস্থাতেই অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি মঞ্চে অভিনয় শুরু করেন। পেশা হিসেবে অভিনয় কেমন, তা যাচাই করতে চেয়েছিলেন। পরে তিনি ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্টস ইন তেহরানে ভর্তি হন। কৈশোরে অভিনয়ের প্রেমে পড়লেও অভিনেতা তাঁর হওয়া হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও