এজাহারে ভুলের দায় ওসিদের, হবে শাস্তি
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪, ১৩:০২
ফৌজদারি মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) বা এজাহারে ভুলত্রুটির দায় বর্তাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি)। ভুল থাকা এজাহারে সই করলে পড়তে হবে শাস্তির মুখে। সম্প্রতি এমন নির্দেশনা ও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওসিদের।
পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, ত্রুটিপূর্ণ ও অপূর্ণাঙ্গ এজাহার, দুর্বল তদন্ত এবং সাক্ষী গরহাজিরের কারণে মামলায় সাজার হার কম। ভুল এজাহারের কারণে শুরুতে তদন্তও ভুল পথে যাচ্ছে। এর সুবিধা পাচ্ছে আসামিরা।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, এই নির্দেশনা নতুন নয়। আগেও বিভিন্ন সময়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন হয়তো ভুলভ্রান্তি বেশি হচ্ছে। তাই আবার এ বিষয়ে আলোচনা উঠেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ওসি
- এজাহার
- এফআইআর
- এ কে এম শহীদুল হক