You have reached your daily news limit

Please log in to continue


উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা ১২ দলীয় জোটের

বিএনপি-জামায়াতের পর এবার উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ১২ দলীয় জোট। তারা বলেছে, ‘জনরায়হীন অবৈধ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে’ জোটটি উপজেলা নির্বাচনে যাবে না।মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় জোটটি।

১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বিবৃতিতে বলেন, ‘১২ দলীয় জোট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের লেজুরবৃত্তি এবং দলীয় ক্যাডারসুলভ আচরণের জন্য ইতোপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। এখনো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে। এই সরকার ভোট, সংবিধান, ভিন্নমত প্রকাশ, বহুদলের অংশগ্রহণে নির্বাচনসহ মানুষের সহজাত অধিকারগুলোকে ধ্বংস করেছে। ১২ দলীয় জোট এই অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন