কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাথান বম এখন সুইজারল্যান্ডে, নেদারল্যান্ডসে নাকি মিজোরামে

প্রথম আলো প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১৮:২৬

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বম এখন কোথায় আছেন? এর উত্তরই মিলছে না। দলের পক্ষ থেকে দাবি, নাথান বম সুইজারল্যান্ডে আছেন। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, তিনি নেদারল্যান্ডসে আছেন। আবার সীমান্ত পেরিয়ে নাথান বম ভারতের মিজোরামে আছেন বলেও কেউ কেউ মনে করেন। সব মিলিয়ে তাঁর অবস্থান নিয়ে একধরনের ধোঁয়াশা এখনো রয়ে গেছে।


আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, দলের সদস্যরা কোথায় লুকিয়ে আছেন? কেএনএফ সূত্র অবশ্য বলছে যে দলটির উল্লেখযোগ্যসংখ্যক সদস্য এখন বাংলাদেশের ভেতরই আছে। তবে এর চেয়ে বেশিসংখ্যক সদস্য ছড়িয়ে আছে মিয়ানমার ও মিজোরামের বিভিন্ন এলাকায়। মিজোরামের একাধিক সূত্র বলছে, ওই রাজ্যসংলগ্ন মিয়ানমার সীমান্তের একটি জায়গায় নাথান বম আছেন সন্দেহ করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও