![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-04%2Fa5fe39dc-b6dc-48a6-b90d-449f18d82da3%2Fwhatsapp_edittext_160424_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
হোয়াটসঅ্যাপে ভুল টেক্সট পাঠিয়েছেন? সহজেই এডিট করে নিন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১৭:৪২
অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতিদিন শত শত টেক্সট বা বার্তা পাঠান। আর এসব বার্তায়, কথোপকথনে ‘টাইপো’, ‘টাইপিং মিসটেইক’ বা ভুল হওয়া খুবই সাধারণ বিষয়। এ ছাড়া, ব্যাকরণের ভুলও খুবই স্বাভাবিক। বিশেষ করে চলার পথে বা ব্যস্ততার সময়ে এসব ভুল যেন আরও বেশি হয়। তবে, সবচেয়ে বেশি ভুল সম্ভবত হয় মোবাইল ফোন কিবোর্ডের অটোকারেক্ট ফিচার।
তবে, হোয়াটসঅ্যাপে ভুল বার্তা পাঠানোর পরে সেগুলো বিভ্রান্তি সৃষ্টি করার আগেই এডিট করে নিতে পারেন। একটি মেসেজ পাঠানোর পর এডিট করার এ ফিচার ভাল বাজেটের অ্যান্ড্রয়েড ফোনে, আইফোন, উইন্ডোজ ও অন্যান্য হোয়াটসঅ্যাপ সংস্করণে রয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে