শপিংমলে হামলাকারীকে বাধা দেওয়া ব্যক্তিকে অস্ট্রেলিয়ার নাগরিকত্বের প্রস্তাব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১৬:৩১

সিডনির বন্ডি শপিংমলে হামলাকারী বড় একটি ছুরি হাতে যখন এস্কেলেটর বেয়ে উপরে উঠছিল তখন বোলার্ড উঁচিয়ে ধরে তার দিকে ধেয়ে যান সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি। প্রচণ্ড সাহসের সঙ্গে হামলাকারীকে বাধা দেওয়া দেমিয়েঁ গেহোতকে ‘নায়ক’ বলে বর্ণনা করা হয়েছে।বিবিসি জানায়, ফ্রান্সের নাগরিক গেহোতের অস্ট্রেলিয়ার ভিসার মেয়াদ একমাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা।


গত শনিবার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনের একটি শপিংমলে জোয়েল কাউচি নামের এক ব্যক্তি ছুরিহাতে হামলা চালিয়ে ছয় জনকে হত্যা করে। তার হামলায় আরও ১২ জন আহত হন। পরে পুলিশের গুলিতে কাউচি নিহত হয়। সেদিন কাউচি মূলত নারীদের আক্রমণ করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও