আয়না দিয়ে সূর্যের আলো আসে যে গ্রামে
প্রথম আলো
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১৪:০৮
ইতালি ও সুইজারল্যান্ডের সীমান্তের উপত্যকায় অবস্থিত ছোট একটি গ্রাম ভিগানেলা। পাহাড়-পর্বতে ঘেরা গ্রামটি অদ্ভুত এক সমস্যায় ভুগছিল দীর্ঘদিন। গ্রামটি প্রতিবছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাস অন্ধকারে থাকে। সেখানে পৌঁছায় না সূর্যের আলো।
সূর্যের আলোর অভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় বলে অনেকেই গ্রামটি ছেড়ে সূর্যের আলো আছে, এমন এলাকায় চলে গেছেন। গ্রামের বাসিন্দাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে ১৯৯৯ সালে একটি সমাধান প্রস্তাব করেন মেয়র ফ্রাঙ্কো মিদালি। ভাইস নিউজের তথ্যমতে, তাঁর সেই প্রস্তাব হচ্ছে, শহর চত্বরে সূর্যের আলো প্রতিফলিত করতে একটি বিশাল আকারের আয়না স্থাপন করা।
- ট্যাগ:
- জটিল
- সূর্যের আলো
- আয়না