You have reached your daily news limit

Please log in to continue


শপিং মলের পর গির্জা, সিডনিতে ফের ছুরি হামলা

তিনদিনে দুইবার হামলা হল অস্ট্রেলিয়ার সিডনিতে। গত শনিবার শপিং মলে ছুরি হামলা হয়েছিল। এবার ছুরি হামলা হল গির্জায়। এতে গির্জার বিশপসহ কয়েক জন আহত হয়েছে।

বিবিসি জানায়, সোমবার সন্ধ্যায় সিডনির ওয়াকলি শহরতলীতে ‘খ্রিষ্ট দ্য গুড শেফার্ড চার্চ’-এ প্রার্থনা চলাকালে এ হামলা হয়। স্বাভাবিক সময়ের মতোই বিশপ মার মারি ইমানুয়েল প্রার্থনা পরিচালনা করছিলেন।

আচমকাই কালো পোশাক পরা এক ব্যক্তি ছুরি নিয়ে গির্জায় ঢুকে বিশপের মুখে ছুরিকাঘাত করেন। বিশপ মাটিতে পড়ে গেলে তার বুকে আরও কয়েকবার ছুরিকাঘাত করে হামলাকারী।

ওই ব্যক্তি কয়েকঘন্টা গির্জার ভেতরে ছিলেন। পুলিশ বলছে, বেশ কিছু সংখ্যক মানুষ ছুরিকাহত হয়েছে। তবে তাদের জখম প্রাণনাশক নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন