এক কাপ চায়ের জন্য অতিরিক্ত খরচ করছেন না তো?

প্রথম আলো প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪, ১৪:২৮

আপনি হয়তো রোজ একটা নির্দিষ্ট পরিমাণ চা বা কফি খান। এই চা বা কফি বানাতে আপনার ঠিক যতটুকু পানি প্রয়োজন, ততটুকুই গরম করুন। একটা মগ বা কাপের সাহায্যে পানিটুকু আপনি চায়ের পাতিল বা কেটলিতে ঢেলে নেওয়ার অভ্যাস করতে পারেন। চাইলে কেটলির গায়ে একটা চিহ্নও দিয়ে নিতে পারেন। এ কারণে স্বচ্ছ কেটলি বেশ ভালো। এতে পানি পরিমাপের জন্য দাগ কাটা থাকে। প্রশ্ন জাগতে পারে, পানি মাপামাপির জন্য এত ঝামেলা করে কী লাভ? উত্তরটা হলো, আপনি যত বেশি পরিমাণ পানি পাত্রে নেবেন, তা গরম হতে তত বেশি সময় লাগবে।


আর আপনার জ্বালানি খরচও বাড়বে সেই অনুপাতে। তা ছাড়া অতিরিক্ত পানি গরম করে সেই পানি ফেলে দেওয়াও কিন্তু অপচয়, বদভ্যাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও