![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-04%252F0db41f16-014e-4c11-bee0-310dd8b101ea%252FWhatsApp_Image_2024_04_13_at_3_44_07_PM.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
দুই দুষ্টুকে নিয়েই আমার ঈদ কাটছে: সুমাইয়া শিমু
প্রথম আলো
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ১৯:১৯
‘দুই দুষ্টুকে নিয়ে আমার ঈদ কাটছে। সারাক্ষণ তাদের নিয়ে ব্যস্ত থাকি। এটাই আমার সেরা অর্জন। এটাই মনে হচ্ছে জীবনের সেরা ঈদ।’ কথাগুলো বলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। যমজ দুই সন্তানকে নিয়ে এবার এই অভিনেত্রীর প্রথম ঈদ। সন্তানেরা যেন পরবর্তীকালে প্রথম ঈদ মনে রাখতে পারে, সে জন্য আগে থেকেই ঈদের দিনগুলোর স্মৃতি মুঠোফোনে দৃশ্যধারণ করে রেখেছেন।
শিমু বলেন, ‘এবার ঈদটা পুরো ঘরের মধ্যে কাটছে। ছেলে দুটোর বয়স ছয় মাস। তাদের নিয়ে বাইরে বের হওয়ার পরিকল্পনা ছিল। দুই–তিন দিন আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু শেষ মুহূর্তে আর যাওয়া হলো না। আত্মীয়স্বজনেরাই আসছে বাসায়। তা ছাড়া দুইটা ছেলেই বেশির ভাগ সময় আমার কাছেই থাকে। তাদের নিয়ে বের হওয়াটা সহজ কথা নয়। দেখা যায়, ঘরের মধ্যে সামলানো যায়। কিন্তু বাইরে বের হলে প্রস্তুতি নিয়ে বের হতে হয়।’
- ট্যাগ:
- বিনোদন
- ঈদ
- ঈদ উৎসব
- সুমাইয়া শিমু