তরমুজশূন্য যাত্রাবাড়ী ফলের আড়ত, দু-এক দিনের মধ্যে বাড়বে সরবরাহ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ১৭:১৩
ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা। তাতে অনেকটাই ক্রেতাশূন্য হয়ে পড়েছে রাজধানীর বাজারগুলো। তেমনি রাজধানীর সবচেয়ে বৃহৎ পাইকারি বাজার ও ফলের আড়ত যাত্রাবাড়ীতে তরমুজের সরবরাহ নেই বললেই চলে। যে কয়েকটি দোকানে তরমুজ আছে তাতে দাম হাঁকছে বেশি। আমদানি না থাকায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে ফলের আড়ত। নেই চিরচেনা কোলাহল, নেই ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাক। বন্ধ বেশিরভাগ দোকান। অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। তবে দু-একদিনের মধ্যেই রসালো ফল তরমুজের সরবরাহ বাড়বে বলে দাবি করছেন তারা।
শুক্রবার (১২ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজারের ফলের আড়ত ও আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- তরমুজ
- যাত্রাবাড়ী
- আড়তদার