নব্বইয়ের ভাইরাল! মেলায় যাই রে...গানটির পেছনের গল্প

প্রথম আলো প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ১৬:১২

বাংলা নববর্ষে বহুশ্রুত গানের একটি ‘মেলায় যাই রে...’। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ এই গানে আনন্দ উদ্‌যাপন করেন। তিন দশকের বেশি সময় ধরে বাংলা নববর্ষ যেন গানটি ছাড়া উদ্‌যাপন পূর্ণ হয় না। প্রতিবছর যেন নতুন করে ফিরে আসে। বললে বাড়াবাড়ি হবে না, এ সময়ের বিবেচনায় এটিও একপ্রকার ভাইরাল গান! গান তৈরির হিসাবে এবার ৩৪ বছর হতে চলছে ‘মেলায় যাই রে...’ গানের বয়স।



কীভাবে গানটি তৈরি হয়েছিল, সেই গল্প ২০১৫ সালে প্রথম আলোকে শুনিয়েছিলেন গানটির স্রষ্টা মাকসুদ। সেই বছরে নতুন করে আবার গানটি শ্রোতাদের কাছে নিয়ে আসেন তিনি। কথা প্রসঙ্গে মাকসুদ প্রথম আলোকে জানিয়েছিলেন, মেধাস্বত্ব অধিকার রক্ষার জন্য ‘মেলায় যাই রে’ গানটি নতুন করে আবার তৈরি করেছিলেন। কারণ হিসেবে বলেছিলেন, ‘আমরা যখন “মেলা” গানটি তৈরি করি, তখন মেধাস্বত্ব আইন ছিল না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও