কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ঈদ গেলেও যে কারণে কমছে না মুরগির দাম

ঈদের আগে হঠাৎ মুরগির দাম বেড়ে গিয়েছিল। ব্রয়লার ও সোনালি উভয় ধরনের মুরগির দামই তখন বৃদ্ধি পেয়েছিল। এখনো বাজার সেভাবেই আছে। তবে এবার ঈদের আমেজ কাটতে না কাটতেই এসে গেছে পয়লা বৈশাখ। তাই উৎসব এখনো শেষ হয়নি। সে জন্য মুরগির চাহিদা রয়েছে। কিন্তু ঢাকার বাজারে চাহিদার তুলনায় মুরগি সরবরাহ কম হচ্ছে। কারণ, শহরের অধিকাংশ মানুষ এখন গ্রামে থাকায় সেখানে মুরগির দাম বেড়েছে। ফলে ঢাকায় মুরগি আসছে কম।

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে, অধিকাংশ দোকানই বন্ধ। গুটিকয়েক দোকান খোলা থাকলেও সেগুলোতে মুরগির জোগান কম। ক্রেতাও অবশ্য তুলনামূলক কম। তবে বাজারে সরবরাহে টান থাকায় বিক্রেতারা এখনো বেশ চড়া দামেই মুরগি বিক্রি করছেন। তাতে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম পড়ছে ২৪০ থেকে ২৫০ টাকা। আর সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঈদের সময়ও এ রকম দামেই ক্রেতাদের মুরগি কিনতে হয়েছে। এর আগে বাজারে মুরগির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা কম ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন