You have reached your daily news limit

Please log in to continue


অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন মৃৎশিল্পীরা

বাংলা বর্ষের প্রথম মাস বৈশাখ। আর এই মাসকে উদযাপন করতে আবহমান বাংলায় মেলার আয়োজন হয়ে থাকে। মেলার একটি বড় অংশজুড়ে থাকে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন দৈনন্দিন ব্যবহারের আসবাবপত্র। আর এসব আসবাবপত্র তৈরিতে চৈত্রের শুরু থেকে ব্যস্ততা দেখা যেত কুমার পরিবারগুলোতে। বৈশাখী মেলায় তাদের কারুকার্যে ফুটে উঠত বাংলার ইতিহাস-ঐতিহ্য। ভালো বিক্রি হওয়ায় স্বপ্ন ছুঁতে পারতেন তারা।

আধুনিকতা ছোঁয়ায় পরিবর্তনে এসেছে মানুষের দৈনন্দিন ব্যবহার্য আসবাবপত্রে। তাই আর আগের মতো বৈশাখ ঘিরে কুমারদের কর্মব্যস্ততা নেই। তবু পূর্বপুরুষদের এই পেশা টিকিয়ে রাখতে সংগ্রাম করছে বেশ কিছু পরিবার।

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আকচা ইউনিয়নের পাল পাড়ায় একসময় মাটির জিনিসপত্র বানাতে ব্যস্ততা দেখা যেত। কিন্তু এখন আর তা নেই। যে কয়েকটি পরিবার এ পেশা ধরে রেখেছে তাদের পরবর্তী প্রজন্ম অনিশ্চিত ভবিষ্যৎ জেনে অন্য পেশায় চলে যাচ্ছে। তাই অপরিহার্য মৃৎশিল্প টিকিয়ে রাখা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন