You have reached your daily news limit

Please log in to continue


টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং গাইলেন যারা

চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি নেই ৫০ দিনও। এরই মধ্যে আইসিসি হাজির হয়েছে বিশ্বকাপের থিম সং নিয়ে। গেয়েছেন দুই সুপারস্টার পল ও কেস। গানটি প্রযোজনা করেছেন মাইকেল "ত্যানো" মন্টানো। গানের ভিডিওতে থাকছেন বেশ কিছু পরিচিত সুপারস্টাররাও।

গানের গায়ক পল বলেন, 'ক্রিকেট সবসময়ই আমাদের সংস্কৃতির একটি প্রধান অংশ। তাই আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং রেকর্ড করতে পেরে সম্মানিত। আমি কেসের একজন বড় ভক্ত এবং কিছু নাচের সাথে গানটি ক্যারিবিয়ান সংস্কৃতির একটি চমৎকার প্রদর্শনী করবে, অবশ্যই সাথে আন্তর্জাতিক আবহ এবং সোকার স্পর্শ থাকবে।  এটি মানুষের জন্য গান গাওয়া এবং ভেতর থেকে আনন্দ অনুভবের উপলক্ষ্য হয়ে আসবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন