বহু পথ পেরিয়ে সুন্দরবনের কুমিরটি কীভাবে লোকালয়ের পুকুরে এল
গ্রামের এক পুকুরে কুমির এসেছে। এই খবর শুনে গতকাল শুক্রবার সকাল থেকে ছোট সেই পুকুর ঘিরে উৎসুক মানুষের ভিড় জমে যায়। গোপালগঞ্জের সীমান্তবর্তী বাগেরহাটের চিতলমারী উপজেলার গ্রামটিতে কুমির দেখার ঘটনা সবার কাছেই বিস্ময়ের। বাংলাবাজার নামের ওই এলাকার প্রবীণেরাও জানালেন, এই গ্রাম বা পাশে মধুমতী নদীতে কুমির দেখা গেছে বা কুমির এসেছে—এমনটা তাঁরা কখনোই শোনেননি।
বন বিভাগ জানাচ্ছে, সুন্দরবন থেকে শত কিলোমিটার দূরের জনপদে চলে আসা কুমিরটি আসলে এসেছে ওই বন থেকেই। এক মাস আগে গবেষণার জন্য সুন্দরবনের নদী-খালে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে চারটি কুমির ছাড়া হয়েছিল। যার একটি এটি।