You have reached your daily news limit

Please log in to continue


ঈদের দ্বিতীয় দিন টেলিভিশনে যেসব নাটক-টেলিফিল্ম

প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নতুন নাটক ও টেলিফিল্ম। কোনো কোনো চ্যানেলে ঈদের থেকে শুরু এক সপ্তাহ, আবার কোনোটিতে তারও বেশি সময় ধরে দেখা যাবে এসব নাটক-টেলিফিল্ম।

ঈদের দ্বিতীয় দিনে যেসব নাটক ও টেলিফিল্ম প্রচারিত হবে-

বিটিভি

যৌবন (রাত ৯টা): রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। অভিনয়ে আমিরুল হক চৌধুরী, আজাদ আবুল কালাম, সাবেরি আলম।

চ্যানেল আই

টেলিফিল্ম সেরা রূপসী(দুপুর ২টা ৩০ মিনিট): রচনায় মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় অনন্য ইমন। অভিনয়ে শ্বাশ্বত, রিয়ামনি, শম্পা রেজা প্রমুখ।

আবার দাওয়াত (রাত ৭টা ৫০ মি.): রচনা ও পরিচালনা ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, পাভেল, কচি খন্দকার, সামিয়া অথৈ প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন