![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/04/12/5010afd038f7f2285e4d39531923f29f-6618dafcc0c88.jpg)
হাজারীবাগ বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর হাজারীবাগের ঝাউচরের টিনশেড বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি। ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম বিষয়টি নিশ্চিত করেছে।
আজ শুক্রবার দুপুর ১২টার একটু আগে হাজারীবাগের ঝাউচরে টিনশেড বস্তিতে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, হাজারীবাগের ঝাউচরের একটি টিনশেড বস্তিতে আগুন লাগে। প্রাথমিকভাবে তিনি জানিয়েছিলেন, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বস্তিতে আগুন
- আগুন নিয়ন্ত্রণে