![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-04%2Fb6a6834d-4e26-49df-94cf-c6f8a7a2931e%2Fctg_korban_ali_with_his_son_ali_reja_120424.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
‘মাথার ওপরের ছায়াটাই নাই, কীভাবে ভালো থাকি?’
যে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন দাঁতের চিকিৎসক কোরবান আলী, বাবাকে হারিয়ে সেই ছেলে এখন দিশেহারা।
“বাবাকে ছাড়া আমরাতো কোথাও যেতাম না। প্রতি ঈদে আমরা দুই ভাই নামাজেও যেতাম বাবার সাথে। এবার বাবা নাই… মাথার ওপর থেকে ছায়াটাই নাই হয়ে গেল। বলেন কীভাবে ভালো থাকি?” শুক্রবার টেলিফোনে এভাবেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কষ্টের কথা বলেন কোরবান আলীর ছেলে আলী রেজা।
এই ছেলেকেই বাঁচাতে গিয়ে চট্টগ্রাম নগরীর ফিরোজ শাহ কলোনি এলাকায় গত ৫ এপ্রিল বিকালে স্থানীয় বখাটেদের হামলার শিকার হয়েছিলেন চিকিৎসক কোরবান আলী। পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ঈদের আগের দিন গত বুধবার ভোরে মারা যান তিনি।
ফিরোজশাহ কলোনিতে থাকলেও গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের সাতঘরিয়ায় বুধবার রাতেই দাফন করা হয় কোরবান আলীকে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দন্ত চিকিৎসক
- হামলায় নিহত