খেলা শুরুর আগেই চির পরিচিত ‘রকস্টার’ বেশে পার্ক দে প্রিন্সেসে এসে হাজির রোনালদিনহো। বার্সেলোনা নাকি পিএসজি—কাকে সমর্থন দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি, সেটি অবশ্য অজানায় থাকল। তবে দুই ক্লাবই যে তাঁর স্মৃতিধন্য! ব্রাজিল থেকে পিএসজিতে এসে বিশ্ববাসীকে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন ৪৪ বছর বয়সী তারকা, সেটির পূর্ণ রূপ দেখিয়েছেন বার্সাতে।
গ্যালারিতে রোনালদিনহোর উপস্থিতিই যেন পাল্টে দিল রাফিনহাকে। আইডলের সামনে পুরোপুরি মেলে ধরলেন নিজেকে। গত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে বার্সার ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।