ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নিয়েছেন নারীরাও
ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হচ্ছে। ঈদের নামাজ পড়তে মুসল্লিদের ঢল নেমেছে ঈদগাহ ময়দানে। পুরুষদের পাশাপাশি এখানে নামাজ আদায় করছেন নারীরাও।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নারীরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন।
পুরান ঢাকা থেকে নামাজ পড়তে আসা আলেয়া বেগম জাগোনিউজকে বলেন, মেয়েকে নিয়ে নামাজ পড়তে এসেছি। দোয়া করি সবাই যেন ভালো থাকে। দেশ যেনো ভালোভাবে চলে। আল্লাহ সবার মঙ্গল করুক। ঈদ মুবারক।