স্মার্টফোন ধীরগতিতে কাজ করার ছয় কারণ
প্রথম আলো
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৪, ০৯:০২
স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবেই বেশ ধীরগতির হয়ে যায়। সাধারণ মানের স্মার্টফোনের পাশাপাশি নামকরা ব্র্যান্ডের হালনাগাদ মডেলের স্মার্টফোনও কিছুদিন পর ধীরে কাজ করে। ফলে দরকারের সময় স্মার্টফোন ঠিকমতো কাজ না করলে বিরক্ত হন অনেকেই। স্মার্টফোন ধীরগতিতে কাজ করার ছয় কারণ জেনে নেওয়া যাক।
ধারণক্ষমতা কমে যাওয়া
ধারণক্ষমতার ৯০ শতাংশের বেশি অংশ পূর্ণ হয়ে গেলে স্মার্টফোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ধারণক্ষমতা কমে যাওয়ার পরও স্মার্টফোনে ছবি, ভিডিও, গেমস ও অ্যাপ নামালে তা নতুন করে জায়গা দখল করে ফোনের কম্পিউটার প্রসেসিং ইউনিট বা সিপিইউর ওপর চাপ ফেলে। এর ফলে ফোন ধীরগতিতে কাজ করার পাশাপাশি হঠাৎ হ্যাং হয়ে যায়। ফোনের জায়গা খালি করে এ সমস্যার সমাধান করা সম্ভব।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন
- ধীরগতি